সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের বাবা কাজী নূরউদ্দিন রানা বলেছেন, ‘আমি নারাজি দেব, ১০০ বার নারাজি দেব। আমার ছেলে আত্মহত্যা করতে পারে না।’ আজ বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে, গতকাল সন্ধ্যায় বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যুর ঘটনাকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করে ডিবি। সংবাদ ব্রিফিংয়ে ফারদিনের ‘আত্মহত্যা’র পেছনের কিছু কারণের কথাও উল্লেখ করেন ডিবিপ্রধান হারুন অর রশীদ। ডিবির বক্তব্যের পর আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফারদিনের বাবা।
ডিবির তদন্ত নিয়ে আজ বা গতকাল নয়- এর আগেও সন্দেহ প্রকাশ করেছিলেন বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের বাবা কাজী নূরউদ্দিন রানা।