হ্যাটট্রিক জয়ের অপেক্ষায় বাংলাদেশ - Pallibarta.com

বুধবার, ৭ জুন ২০২৩

হ্যাটট্রিক জয়ের অপেক্ষায় বাংলাদেশ

হ্যাটট্রিক জয়ের অপেক্ষায় বাংলাদেশ

র মঞ্চে ভারতের বিপক্ষে হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে আগামীকাল (৮ অক্টোবর) মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতি-মুর্শিদা খাতুনরা। আগামীকাল দুপুর ১টা ৩০ মিনিটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

ক্রিকেটীয় শক্তিমত্তার বিচারে বাংলাদেশের চেয়েও বেশ এগিয়ে ভারতীয় নারীরা। দুই দলের মধ্যকার ১২ টি-টোয়েন্টি ম্যাচের ১০টিতেই জিতেছে ভারত। তবুও এশিয়া কাপের মঞ্চে আগামীকাল ভারতের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টাইগ্রেসরা।

২০১৮ সালের সর্বশেষ নারী এশিয়া কাপের মঞ্চে এই ভারতকেই দুইবার হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে বল হাতে বন্দী করে ৩ উইকেটের জয় পেয়েছিল টাইগ্রেসরা। তার আগে গ্রুপ পর্বেও ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল সালমার দল।

এদিকে আরেকবার ভারতকে বধ করতে মাঠে নামার আগে বাংলাদেশের ওপেনার মুর্শিদা খাতুন জানিয়ে রেখেছেন নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই করবেন তারা। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচে টাইগ্রেস সবার মধ্যে ৯০-১০০ শতাংশ এনার্জি লেভেল চলে আসে বলেও জানিয়েছেন মুর্শিদা।

টাইগ্রেস এই ওপেনারের ভাষ্যে, ‘ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেললে ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশে এনার্জি লেভেল চলে আসে।

ওদের বোলিংটা শক্তিশালী। তিন বিভাগেই শক্তিশালী। তবে আমরাও প্রায় একই। কারণ, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর আমাদের ঘরের মাঠে খেলা। আমরা যদি তিনটা বিভাগেই ভালো করতে পারি, ভালো কিছু হবে।

ভারতের বিপক্ষে ভালো খেলার চিন্তা আমার সব সময় বেশি থাকে। প্রস্তুতি ভালো থাকে। আমি নিজের দায়িত্বটা ঠিকমতো পালন করার চেষ্টা করব। কে বল করছে, ওটা দেখব না। আমি যেটা খেলতে পারি, ওটাই চেষ্টা করব।’

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০