শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার হিলি চেকপোস্ট দিয়ে ভারতে যাবার সময় ২৪ টি স্বর্ণের বারসহ ৫ জন পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছেন কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (১৯ অক্টোবর) বিকেল ৫ টার দিকে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা সুপারিনটেনডেন্ট সোহেল রায়হান।
আটককৃতরা হলেন, মানিকগঞ্জের মনোরঞ্জন, ফরহাদ, মনিরুল ইসলাম, জসিম উদ্দিন ও ঢাকার মতিয়ার রহমান।
গোয়েন্দা সুপারিনটেনডেন্ট সোহেল রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে দুইজনকে আটক করা হয়। তাঁদের দেহ তল্লাসী করে ১০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয় এবং তাঁদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক আরোও তিনজনের দেহ তল্লাসী করে ১৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৪’শত গ্রাম। যার আনুমানিক মুল্য ১ কোটি ৬৮ লাখ টাকা বলে গোয়েন্দা সুপারিনটেনডেন্ট সোহেল রায়হান জানান। এ বিষয়ে হাকিমপুর থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।