Pallibarta.com | হালুয়াঘাটে ট্রলি উল্টে বন্দরের দুই শ্রমিকের মৃত্যু, আহত ৬ - Pallibarta.com

বুধবার, ২৭ অক্টোবর ২০২১

হালুয়াঘাটে ট্রলি উল্টে বন্দরের দুই শ্রমিকের মৃত্যু, আহত ৬

হালুয়াঘাটে ট্রলি উল্টে বন্দরের দুই শ্রমিকের মৃত্যু, আহত ৬

হালুয়াঘাটে ট্রলি উল্টে বন্দরের দুই শ্রমিকের মৃত্যু, আহত ৬ ।
ময়মনসিংহের হালুয়াঘাটে ট্রলি উল্টে গোবরাকুড়া স্থলবন্দরের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয় শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গোবরাকুড়া স্থলবন্দর সড়কের ইটখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন উপজেলার সর্চাপুর গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে হারুন রশিদ (৭০) ও একই গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মো. হবিবুর রহমান (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার সর্চাপুর গ্রাম থেকে ২৫ জন শ্রমিক একটি ইঞ্জিনচালিত ট্রলিতে চড়ে গোবরাকুড়া স্থলবন্দরে যাচ্ছিলেন। এ সময় ট্রলিটি ইটখলা এলাকায় পৌঁছালে ইঞ্জিন থেকে ট্রলির পেছনের অংশ ছুটে যায়। এতে পেছনের অংশে বসে থাকা সব যাত্রী সড়কের ওপর পড়ে গেলে ঘটনাস্থলে হারুনের মৃত্যু হয়। এরপর আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে হবিবুর মারা যান।

এ ঘটনায় গুরুতর আহত অন্য ছয় শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান  জানান, নিহত দুই শ্রমিকের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই আছে। নিহত ব্যক্তিদের পরিবারের আবেদনের ভিত্তিতে লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১