Pallibarta.com | হাজিদের গতিবিধি স্মার্টফোনে নিয়ন্ত্রিত হবে - Pallibarta.com

শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২

হাজিদের গতিবিধি স্মার্টফোনে নিয়ন্ত্রিত হবে

গত বারের মতো এই বছরও সৌদিতে অবস্থানরত ৬০ হাজার জন অংশ নেবেন। করোনা সংক্রমণ রোধে এবার সৌদি সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে। হাজিদের স্বাস্থ্য ‍সুরক্ষায় নানা উদ্যোগে নিশ্চিতের পাশাপাশি ইতোমধ্যে হজের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

হজ ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী ড. আবদুল ফাত্তাহ মাশাত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হজের পবিত্র স্থানগুলোতে সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। হজ পালনের জন্য আগত হজযাত্রীরা যথাসময়ে আসা শুরু করবে বলে আশা করা যাচ্ছে। হজের প্রস্তুতির কাজের পরিকল্পনা বাস্তবায়নে সৌদির সরকারি-বেসরকারি ৩০টিরও বেশি প্রতিষ্ঠান সহায়তামূলক কাজ করছে।

বুধবার (০৭ জুলাই) সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে প্রকাশিত আরব নিউজে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা গেছে।

এর আগে পবিত্র মসজিদুল হারামে জমজম পানি বিতরণে রোবট চালু করা হয়েছে। মসজিদে আগত মুসল্লি ও হজ-ওমরাহ পালনকারীদের সুরক্ষার জন্য এমন ব্যবস্থা করা হয়েছে। ফলে এখন থেকে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে কারো সরাসরি সহয়তা ছাড়াই রোবটের মাধ্যমে জমজম পানি বিতরণ করা হবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১