Pallibarta.com | স্বামীর আবদার রাখতে পারেন না প্রিয়াঙ্কা - Pallibarta.com

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

স্বামীর আবদার রাখতে পারেন না প্রিয়াঙ্কা

বলিউড অ’ভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে ক’রেছেন মা’র্কিন গায়ক নিক জোনাসকে। ২০১৮ সালের ডিসেম্বরে রাজস্থানের উমেদ ভবনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর বেশ প্রে’মে-সুখে দাম্পত্য জীবন কা’টাচ্ছেন প্রিয়াঙ্কা-নিক।

প্রায়ই সামনে আ’সছে তাদের একান্তে সময় কা’টানোর নানা আবেদনময়ী ছবি। এসব নিয়ে আলোচনা স’মালোচনা চলতেই থাকে। এবার সামনে এলো অন্য বিষয়। স’ম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানের এসে নিজেদের জীবনের বিশেষ সিক্রেট ফাঁ’স করে দিয়েছেন প্রিয়াঙ্কা।

অনুষ্ঠানে তার স্বামী নিকের বিশেষ পছন্দের বিষয় জা’নিয়েছেন এই নায়িকা। এই অনুষ্ঠানটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো বলিউডের বিভিন্ন সেলিব্রিটিরা ব্য’ক্তিগত জীবনের কোনো না কোনা সিক্রেট ফাঁ’স করবেন এখানে।

স’ম্প্রতি এই শো-এর প্রথম এপিসোডে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। নিজে’র ছোটবেলা, বিয়ে ও নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। প্রিয়াঙ্কা জা’নান, ভা’রতীয় খাবার খেতে পছন্দ করেন নিক। এও জা’নান নিকের আবদার র’ক্ষা ক’রতে পারেন না তিনি।

প্রিয়াঙ্কা বলেন, পনির, ‘ডাল ও নান খেতে ভীষণ ভালোবাসে নিক। কিন্তু আমি বিয়ের আগেই বলেছিলাম আমি রান্না পারি না।’

বিয়ের পর বেশ ভালো সময় কা’টাচ্ছেন নিক-প্রিয়াঙ্কা দম্পতি। সমান তা’লে দুজন নিজেদের কাজ করে চলছেন। প্রিয়াঙ্কা তার সিনেমা নিয়ে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে নিক আছেন গান নিয়ে। তবে অবসর পেলেই একস’ঙ্গে ঘুরতে বের হন তারা। সময় কা’টান নিজেদের মতো করে। এসব প্রিয় মু’হূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের স’ঙ্গে ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১