স্বপ্নার খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন - Pallibarta.com

শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

স্বপ্নার খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন

স্বপ্নার খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর গলাচিপায় কিশোরী স্বপ্নার (১২) খুনি রেজাউল সরদারের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।

রবিবার বেলা ১১টায় উপজেলার চরশিবার সোমবাড়িয়া বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক শাহিন গাজী, দুলাল গাজী, পরান বিশ্বাস প্রমুখ।

বক্তারা স্বপ্নার খুনি রেজাউলকে খুব দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, ছোটশিবা গ্রামের বাবুল ফকিরের মেয়ে স্বপ্না আক্তার গত ১৪ জানুয়ারি শনিবার বিকেলের দিকে দাদির সাথে বাড়ির পাশের খেসারি খেতে শাক তুলতে গিয়ে নিখোঁজ হয়।

এ ঘটনায় ১৫ জানুয়ারি রবিবার রাতে একই এলাকার সোবাহান সরদারের ছেলে অভিযুক্ত রেজাউলকে পুলিশ গ্রেফতার করে।

পরে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বপ্নাকে তলপেটে লাথি মেরে হত্যা করার কথা রেজাউল স্বীকার করে।

রেজাউলের কথিত মতে ওই দিন ১৫ জানুয়ারি রাত ১০টার দিকে স্থানীয় ডুমুরের চরের খালের কচুরি পানার ভিতর থেকে পুলিশ স্বপ্নার লাশ উদ্ধার করে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১