স্ত্রী টিকটিকার, অভিমানে শ্বশুর বাড়িতে এসে স্বামীর আত্মহত্যা - Pallibarta.com

মঙ্গলবার, ৬ জুন ২০২৩

স্ত্রী টিকটিকার, অভিমানে শ্বশুর বাড়িতে এসে স্বামীর আত্মহত্যা

স্ত্রী টিকটিকার, অভিমানে শ্বশুর বাড়িতে এসে স্বামীর আত্মহত্যা

আলি হায়দার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্ত্রীর টিকটক করার নিয়ে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব ও অভিমানে জেরে শ্বশুর বাড়ি এসে স্বামীর বিষ পান করে আত্মহত্যার ঘটনা ঘটছে।

আত্মহত্যাকারী জাকির (২৫) গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের গোবরিয়া গ্রামের মোঃ সুলেমান মিয়ার ছেলে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে কুলিয়ারচর সালুয়া ইউনিয়নে মধ্য সালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, মধ্য সালুয়া গ্রামের আক্কাস মিয়া বড় মেয়ে আঁখির সাথে গোবরিয়া গ্রামের জাকিরের আনুমানিক ৫/৬ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে সংসার ভালো চললেও, গত কিছুদিন ধরে টিকটক করা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়াঝাটি হতো। স্বামী চাইতো স্ত্রী যেনো টিকটিক না করে, কিন্তু স্ত্রী টিকটিকে স্থীর থাকে। এর মধ্যে গত মঙ্গলবার জাকির স্ত্রীকে বাড়িতে নেওয়া জন্য শ্বশুর বাড়ি সালুয়া আসে কিন্তু স্ত্রী স্বামীর বাড়ি যেতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় স্বামী বাজারে গিয়ে বিষ কিনে পান করে এবং আগরবাতি, মোমবাতি ও মিষ্টি নিয়ে এসে বৌকে দিয়ে বলে এগুলো রাখ, একটু পর কাজে লাগবে। তখন কেউ বুঝতে পারেনি জাকির বিষপান করেছে।

একপর্যায়ে জাকির বমি করতে শুরু করলে, দুর্গন্ধ পেয়ে বিষপানের ধারণা থেকে তাত্ক্ষণিক ভাবে পার্শ্ববর্তী বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক ঢাকা নেওয়া পরামর্শ দেন। ঢাকা না নিয়ে পরবর্তীতে বাজিতপুর ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে সরজমিনে গিয়ে স্ত্রী আঁখিকে পাওয়া যায়নি এবং আঁখির বাবা-মা দুজনেই ভিক্ষুক। ভিক্ষা করেই সংসার চালায় জানায় এলাকাবাসী।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০