স্কুল ম্যানেজিং কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন - Pallibarta.com

রবিবার, ৪ জুন ২০২৩

স্কুল ম্যানেজিং কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

স্কুল ম্যানেজিং কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

কাজী নাফিস ফুয়াদ মাদারীপুর প্রতিনিধিঃ
অনিয়মতান্ত্রিক ভাবে গোপনীয়তার সাথে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে রাতের আঁধারে গঠন করার অভিযোগ এনে মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার বাঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছে অভিবাবক সহ গ্রামবাসী। আজ(রবিবার) সকালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ডাসার উপজেলা প্রেসক্লাব হলরুমে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় গ্রামবাসী ও অভিবাবক সদস্য আরিফ হোসেন খান, শের জামান খান, মনিরুজ্জামান খান সহ ১২থেকে ১৫জন গ্রামবাসী অভিযোগ করে বলেন ‘নিয়ম নীতির তোয়াক্কা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজসে গোপনে গত ৩অক্টোবর বাঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়। বিষয়টি জানাজানি হলে অভিবাবক সহ গ্রামবাসীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তাই উক্ত বিতর্কিত কমিটি বাতিল করে বিধি মোতাবেক নতুন কমিটি গঠনের ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনের কাছে জোড় দাবী জানাই।’ এসময় আরো উপস্থিত ছিলেন আক্কাস বিশ্বাস, জয়নাল সরদার, সান্টু চৌকিদার, সুমন বিশ্বাস, শহিদ আকন, সুজন বয়াতি, আবুল কালাম ঢালী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০