সোমবার, ১৬ মে ২০২২
মোংলায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা করায় আসামির ভয়ে বাড়ি থেকেই বের হতে পারছে না ভুক্তভোগী পরিবার। প্রভাবশালী হওয়ায় আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করছে না বলে অভিযোগ উঠেছে। যদিও পুলিশ বলছে, অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।
বাগেরহাটের মোংলায় ধর্ষণের ঘটনায় মামলা করার ১২ দিনেও গ্রেফতার হয়নি অভিযুক্ত। উল্টো আসামির হুমকিতে ভয়ে বাড়ি থেকেই বের হতে পারছেন না ভুক্তভোগীর পরিবার।
স্থানীয়রা জানান, গত ২৯ এপ্রিল রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীকে ধর্ষণ করে রুমি শেখ। এ ঘটনায় পরের দিন মেয়েটির বাবা বাদী হয়ে মোংলা থানায় মামলা করেন। এরপর থেকেই আসামিপক্ষ মামলা তুলে নিতে চাপ দেয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
মোংলা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল জানান, আসামিকে ধরতে অভিযান চলছে। এ ঘটনার পর থেকেই আতঙ্কে আছেন স্থানীয়রা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তারা।