স্কুলছাত্রীর গলায় পান-সুপারি আটকে প্রাণ গেল - Pallibarta.com

বুধবার, ৭ জুন ২০২৩

স্কুলছাত্রীর গলায় পান-সুপারি আটকে প্রাণ গেল

সাতক্ষীরার কালীগঞ্জে পান খাওয়ার সময় গলায় সুপারি আটকে ফারিয়া পারভীন (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল (০৬ অক্টোবর) রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ফারিয়া পারভীন উপজেলার দেয়া গ্রামের শেখ রবিউল ইসলামের মেয়ে এবং স্থানীয় দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

ফারিয়ার বাবা রবিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে ফারিয়া পান ও সুপারি খাওয়ার চেষ্টা করে নিজে নিজে। এ সময় তার শ্বাসনালীতে সুপারি ও পান আটকে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ফারিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালীগজ্ঞ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, গলায় পান-সুপারি আটকে ফারিয়া নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০