Pallibarta.com | সৌদি যুবরাজের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ - Pallibarta.com

বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১

সৌদি যুবরাজের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করেছেন দেশটির এক সাবেক শীর্ষস্থানীয় গুপ্তচর সাদ আলজাবরি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিট’ শীর্ষক অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওই অভিযোগ করেন।

আলজাবরি দীর্ঘদিন সৌদি সরকারের হয়ে গুপ্তচরবৃত্তিতে নিযুক্ত ছিলেন। এ ছাড়া তিনি পশ্চিমা সরকারগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষার কাজও করতেন। ২০১৭ সালে যুবরাজ হিসেবে মুহাম্মদ বিন সালমানের অভিষেকের পর আলজাবরি দেশ ছেড়ে পালান। তিনি বর্তমানে কানাডায় স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।

সাক্ষাৎকারে আলজাবরি দাবি করেন, গোয়েন্দা সংস্থায় কর্মরত একজন বিশ্বস্ত বন্ধু তাঁকে সতর্ক করে জানান, তাঁর পরিণতি সৌদি সাংবাদিক জামাল খাশোগির মতো হতে পারে। ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর খাশোগিকে হত্যা করে লাশ গুম করে ফেলে সৌদি আরব থেকে যাওয়া একটি দল।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১