সৌদি যাওয়ার পথে তিন রোহিঙ্গাসহ গ্রেফতার ৪ - Pallibarta.com

বুধবার, ৭ জুন ২০২৩

সৌদি যাওয়ার পথে তিন রোহিঙ্গাসহ গ্রেফতার ৪

সৌদি যাওয়ার পথে তিন রোহিঙ্গাসহ গ্রেফতার ৪

চট্টগ্রামে ঢাকাগামী বাস থেকে তিন রোহিঙ্গাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

২১ এপ্রিল শুক্রবার দুপুরে নগরীর আকবরশাহ থানার সিটি গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, দুইজন ১৬ বছর বয়সী রোহিঙ্গা কিশোরী, তাদের একজনের ভাই এরশাদ (২৩) ও দিলদার বেগম (৩৫) নামে এক নারী। গ্রেফতার তিন রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৫ নম্বর ব্লকের বাসিন্দা এবং দিলদার বেগম কক্সবাজার সদর থানার দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতার দুই রোহিঙ্গা কিশোরীর কাছ থেকে দু’টি বাংলাদেশি পাসপোর্ট, দু’টি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), এমিরেটস এয়ারলাইন্সের দুটি অনলাইন টিকিট ও ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি বোর্ডিং কার্ড উদ্ধার করা হয়। উদ্ধার পাসপোর্ট দুটিতে সৌদি আরবের ভিসা লাগানো রয়েছে। পাসপোর্ট দুটি সাভারের আশুলিয়ার ঠিকানা ব্যবহার করে সংগ্রহ করা এবং এনআইডি বরিশালের ঠিকানা ব্যবহার করা হয়েছে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর জানান, সিটি গেইট এলাকায় চেকপোস্টে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে তল্লালি চালিয়ে তিন রোহিঙ্গাসহ চারজনকে আটক করা হয়েছে। দুই রোহিঙ্গা কিশোরীর কাছ থেকে সৌদি আরবের ভিসাযুক্ত দুইটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়। বিমানের অনলাইন টিকিটও পাওয়া যায়। মূলত শুক্রবার রাতে ঢাকা এয়ারপোর্ট দিয়ে অ্যামিরেটস এয়ারে সৌদি আরব চলে যাওয়ার কথা ছিল তাদের। মামলা দিয়ে শুক্রবার বিকেলে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। সেখানে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০