সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ পৌরসভার বাবুপুর তরুণ সমাজ এর আয়োজনে বিজয় দিবস কাপ ক্যারাম প্রতিযোগিতা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা ও কার্যকরী সদস্য (১) হাজী জাকের হোসেন এর সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার রাতে বাবুপুর আশ্রাফিয়া কাওমি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
বাবুপুর তরুণ সমাজ এর উপদেষ্টা সেনবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লিটন হার্ডওয়্যার এর স্বত্বাধিকারী শাহজাহান লিটন এর সভাপতিত্বে ও মাষ্টার মোঃ নাজিমুল ইসলাম (তানিন) এর পরিচালনায় উক্ত পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরজ্জামান চৌধুরী,মাষ্টার জাহাঙ্গীর আলম মানিক, বাবুপুর তরুণ সমাজের এডমিন প্যানেলের পক্ষ থেকে রফিকুল ইসলাম রব।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাবুপুর তরুণ সমাজ এর প্রতিষ্ঠাতা সেলিম উল্যাহ চৌধুরী (হেলাল)।অতিথিবৃন্দ সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত ৩ ব্যবসায়ী সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এর পক্ষে তার ছোট ভাই হারুন আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা ও কার্যকরী সদস্য (১) হাজী জাকের হোসেন কে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
১ ডিসেম্বর হতে শুরু হওয়া বিজয় দিবস কাপ ক্যারাম প্রতিযোগিতায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করেন।খেলায় চ্যাম্পিয়ন হন জহুরা মিনি বাজার এর স্বত্বাধিকারী ফারাবী চৌধুরী ও রানার্স আপ হন আবু ছায়েদ।অতিথিবৃন্দ খেলায় চ্যাম্পিয়ন জহুরা মিনি বাজার এর স্বত্বাধিকারী ফারাবী চৌধুরী এর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।