বুধবার, ৭ জুন ২০২৩
মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগে কাবিল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিগত ৫ বছর যাবত ত্রাণ সহায়তা বিতরণের ধারাবাহিক অংশ হিসেবে সুবিধাবঞ্চিত অসহায় ৪ শতাধিক নারী পুরুষের মাঝে পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দগণ।শুক্রবার (৩১ মার্চ) বিকালে উপজেলার দক্ষিণ শাহাপুরে অবস্থিত কাবিল মিয়ার বাড়ীর প্রাঙ্গণে ফাউন্ডেশনের কর্ণধার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোয়াজ্জেম হাসান কাজলের পৃষ্ঠপোষকতায় ও ফাউন্ডেশনের অন্যতম সমন্বয়ক নুরুল হাসান সবুজের সার্বিক তত্ত্বাবধানে এবং বীরমুক্তিযোদ্ধা মোঃ নূর নবী মিয়ার সভাপতিত্বে উক্ত ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভির প্রোগ্রাম প্রযোজক ইঞ্জিনিয়ার সামছুল হক মিয়া,সেনবাগ মিডিয়া ক্লাবের সভাপতি জিএস মোশাররফ হোসেন,কাবিলপুর ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন,খলিল মিয়ার হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী স্বপন,উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম শিমুলসহ প্রমুখ।