সেক্সটরশনের ফাঁদ! এক যুবকের আত্মহত্যা! - Pallibarta.com

রবিবার, ২৬ মার্চ ২০২৩

সেক্সটরশনের ফাঁদ! এক যুবকের আত্মহত্যা!

আত্মহত্যা

যৌন নির্যাতনের জেরে এক যুবক আত্মহত্যা করেছে! এই ঘটনার পিছনে ভরতপুর গ্যাংয়ের হাত রয়েছে বলে অনুমান পুলিশের। হরিদেবপুরের বাসিন্দা এক যুবক গত ৭ অক্টোবর আত্মহত্যা করেন। জানা গেছে, ওই যুবক তার বন্ধুর কাছ থেকে সাড়ে ছয় হাজার টাকা ধার নিয়েছিলেন। বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে ব্ল্যাকমেইলকারীদের হাতে তুলে দেন। ওই বন্ধুর কাছ থেকে পুরো ঘটনা জানতে পারে পরিবার।

পরিবার জানতে পারে ওই যুবকের ভিডিও কল এসেছে। এর পরে, অশ্লীল ভিডিও চ্যাটের জন্য টাকা চাইতে দিল্লি পুলিশের নামে হুমকিমূলক কল আসতে শুরু করে। প্রথম যুবক তার বন্ধুর কাছ থেকে ৬৫০০ টাকা নিয়ে ব্ল্যাকমেলারদের দাবি পূরণ করে। এরপর আরও টাকা দাবি করলে যুবকটি আত্মহত্যা করেন।

আত্মহত্যাকারী যুবকের বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। সে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছিল। তিনি অভিযোগ করেন, তার ছেলে যৌন নির্যাতনের কল পাচ্ছিল।

প্রাথমিক তদন্তে অনুমান, এই ঘটনার পিছনেও রয়েছে ভরতপুর গ্যাং। তদন্তের জন্য ইতিমধ্যেই রাজস্থানে পৌঁছেছে পুলিশের একটি দল। পুলিশের ধারণা, রাজস্থানের চকঠাকুরানি এলাকার রামচন্দ্রপুর থেকে ফোনটি এসেছিল। প্রসঙ্গত, নারকেলডাঙার বাসিন্দা অভিনেতা অঙ্কুশের ব্যক্তিগত সহকারী দু’বছর আগে ভরতপুর গ্যাংয়ের কাছ থেকে একই রকম ফোন পেয়ে আত্মহত্যা করেছিলেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১