শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর চর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম ভূঁইয়া’র অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ই মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় চর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছানা উল্যাহর সঞ্চালনায় এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি ও নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নির্বাহী বোর্ডের সভাপতি মিজানুর রহমান দিপকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১ নং চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আব্দুজ জাহের, সুবর্ণচর ইউ,আর,সির ইন্সট্রাক্টর মোঃ আব্দু্ল মতিন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মুহাম্মদ মহি উদ্দিন, চর রশিদ হাই স্কুলের প্রধান শিক্ষক খুরশিদা আক্তার, প্রাথমিক শিক্ষক সোসাইটি কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী আক্কাছ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ নাসিম ফারুকী, হাজি লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি ফিরোজ শাহ, চরজব্বর ইউনিয়নের ইউপি সদস্য মাঈন উদ্দিন জিকু, আবু কাউছার, ইউছুপ, শিক্ষক নুরুল আলম, সমাজ সেবক রফিক উল্যাহ, মোঃ বাবুলসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
বক্তারা বিদায় শিক্ষক আবু্ল কাশেম ভূঁইয়া’র কর্মময় বর্ণাঢ্য জীবন নিয়ে বিস্তর স্মৃতিচারণ করেন।
পরে অতিথিরা, স্কুল শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ নেতৃবৃন্দরা বিদায় শিক্ষককে বিভিন্ন উপহার সমগ্রী তুলে দেন।