Pallibarta.com | সিরিয়ায় সামরিক বাসে বোমা হামলা, নিহত ১৩ - Pallibarta.com

বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১

সিরিয়ায় সামরিক বাসে বোমা হামলা, নিহত ১৩

সিরিয়ার দামেস্কে সামরিক বাহিনীর বাসে বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরের কিছু পর জিসর-আল-রাইজ সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় দুটি বিস্ফোরক ডিভাইস দিয়ে বাসটিতে হামলা চালানো হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানার বরাতে বিবিসি অনলাইন জানায়, ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের পর আগুনে বাসটি পুড়ে গেছে। গত এক দশক ধরে দেশটি গৃহযুদ্ধ চলছে। রাজধানীতে এইরকম হামলা সচরাচর দেখা যায় না।

আজকের এই বোমা বিস্ফোরণ দামেস্কের প্রাণকেন্দ্রে ২০১৭ সালের হামলার পর সবচেয়ে ভয়াবহ হামলা। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) চালানো ওই আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হয়েছিল। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আজকের হামলার দায় স্বীকার করেনি। তবে আইএসকে সন্দেহ করা হচ্ছে। কারণ চলতি বছরে দেশটির পূর্বাঞ্চলে সামরিক যানে এই গোষ্ঠীটি হামলা করেছিল।

২০১১ সালে গণতন্ত্রপন্থিদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সশস্ত্র প্রতিক্রিয়ার পর দেশটিতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সরকারপন্থিদের সঙ্গে এই সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত সাড়ে তিন লাখ মানুষ নিহত হয়েছেন।এছাড়া অর্ধেক মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন। এর মধ্যে ৬০ লাখ শরণার্থীও আছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১