Pallibarta.com | সিআরবিতে হাসপাতাল হচ্ছে প্রধানমন্ত্রীর ইচ্ছায়! - Pallibarta.com

সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১

সিআরবিতে হাসপাতাল হচ্ছে প্রধানমন্ত্রীর ইচ্ছায়!

প্রধানমন্ত্রীর ইচ্ছায় সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকায় হাসপাতাল নির্মিত হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দীন আহমদ।

শনিবার (২৮ আগস্ট) চট্টগ্রাম সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ইচ্ছায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের আওতায় সিআরবিতে হাসপাতাল নির্মিত হচ্ছে। এ প্রকল্পের বিরোধিতা মানে প্রধানমন্ত্রীর বিরোধিতা। যেখানে হাসপাতাল নির্মাণ করা হচ্ছে সেখানে বর্তমানে কিছু ঝুপড়ি ও দোকানপাট রয়েছে। এক শ্রেণির লোক না বুঝেই হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে আন্দোলন করছে।’

তিনি আরও বলেন, ‘এর আগে সিআরবি এলাকায় অন্যান্য স্থাপনা হলেও কেউ বিরোধিতা করেনি। কিছু বেসরকারি হাসপাতাল মালিকের ইশারায় এ আন্দোলন হচ্ছে। উন্নয়ন এবং পরিবেশ একসঙ্গে হয় না। অনেক সময় উন্নয়নের স্বার্থে পরিবেশের বিষয় ছাড় দিতে হবে।’

সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি আলহাজ বদিউজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট মজিবুল হক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়া উদ্দীন ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সাধারণত সম্পাদক নুর হোসেন প্রমুখ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০