রবিবার, ২২ মে ২০২২
সাড়ে ১৯ মাস পর শাবিতে ক্লাস শুরু ।
দীর্ঘ সাড়ে ১৯ মাস পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থী উভয়ই খুশি।
করোনা পরিস্থিতির কারণে গেল বছরের মধ্য মার্চে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ হয়ে যায়। ওই সময়ের পর থেকে শিক্ষার্থীরা তাদের প্রিয় ক্যাম্পাসে ফিরে আসার অপেক্ষায় ছিল। তবে এতদিন অনলাইনে ক্লাস চালিয়ে যাচ্ছিল বিশ্ববিদ্যালয়।
সাড়ে ১৯ মাস পর মঙ্গলবার সকাল ৯টা থেকে ক্লাস শুরু হয়। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে উপস্থিত হন। শিক্ষকরা বলছেন ৯০ ভাগেরও বেশি শিক্ষার্থী ক্লাসে এসেছেন। এতদিন সহপাঠীকে কাছে পেয়ে সবার মাঝে বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. হোসেইন আল মামুন জানান, শিক্ষক-শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে অবস্থান করছে।