সোমবার, ২৭ মার্চ ২০২৩
আবু সাঈদ শাকিল, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালী কিংবা বৃহত্তর নোয়াখালীর সাহিত্য প্রেমীদের জন্য মুক্ত কলম এর প্রকাশনায় এবার আসছে মুক্ত কলম ম্যাগাজিন। শিক্ষা-স্বাস্থ্যের নতুন বার্তা নিয়ে এবারের ডিসেম্বরে আনুষ্ঠানিক সূচনা করতে যাচ্ছে ম্যাগাজিনটি।
একটি মানসম্মত ম্যাগাজিন প্রকাশ করার করার প্রতিশ্রুতি ব্যক্ত করে এর সাথে সংশ্লিষ্টরা জানান, নোয়াখালী জেলা নানা ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ। নোয়াখালী সমৃদ্ধ ইতিহাসকে তুলে ধরার পাশাপাশি নোয়াখালীর সাহিত্য প্রেমীদের অপ্রকাশিত প্রতিভাকে প্রকাশিত হওয়ার একটু হলেও সুযোগ করে দেয়া।
মুক্ত কলমে আপনার লেখা প্রবন্ধ, গল্প, কবিতা, ভ্রমন অভিজ্ঞতা, কৌতুক, আঁকা ছবি, কিংবা রম্য গল্প পাঠাতে আজই যোগাযোগ করুন।
মোবাইল- ০১৮৪৩-৮৩৫২৩৫ ; ০১৭৯৫৯০৯৮৮৬; ই-মেইল- writer.muktokolom@gmail.com
লেখা পাঠানোর শেষ তারিখঃ- ১০ নভেম্বর ২০২২ইং
লেখা পাঠানোর নিয়মাবলীঃ-
০১. অবশ্যই নিজের লেখা হতে হবে।
০২. গল্প ৪০০-৫০০ শব্দ এবং প্রবন্ধ ৫০০-৬০০ শব্দের মধ্য হতে হবে।
০৩. অন্য কোথাও প্রকাশিত নয় এমন লেখা হতে হবে।
০৪. লেখার ভাষা মার্জিত হতে হবে।
০৫. শুদ্ধ বাংলায় লিখতে হবে।
০৬. লেখার শিরোনাম থাকতে হবে।
০৭. লেখার শেষে নিজের নাম, ঠিকানা, প্রতিষ্ঠান ও মোবাইল নাম্বার লিখতে হবে।
০৮. লেখা হোয়াটস অ্যাপ, ই-মেইল, ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে পারবেন।