Pallibarta.com | সাপের কামড় খাইয়ে হত্যা বাড়ছে ভারতে - Pallibarta.com

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

সাপের কামড় খাইয়ে হত্যা বাড়ছে ভারতে

সাপের ছোবল খাইয়ে খুনের প্রবণতা ক্রমশ বাড়ছে ভারতে। বুধবার (৬ অক্টোবর) পর্যবেক্ষণে এমনই মত প্রকাশ করছে দেশটির সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমণা, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে বিচারপতি সূর্য কান্ত বলেন, এটা আজকাল নতুন প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। সাপুড়ের কাছ থেকে বিষধর সাপ জোগাড় করে তার কামড় খাইয়ে খুন করানো হচ্ছে। রাজস্থানে এমন ঘটনা ঘটেই চলেছে।

ওই মামলায় অভিযুক্ত কৃষ্ণ কুমারের জামিনের আর্জিও খারিজ করে দেয় শীর্ষ আদালত।

২০১৯ সালে রাজস্থানের ঝুনঝুনু জেলার ওই ঘটনায় এক মহিলা সাপের সাহায্যে তার শাশুড়িকে খুন করান বলে অভিযোগ। বিবাহবহির্ভূত সম্পর্ক জানতে পারার কারণেই পুত্রবধূ তার প্রেমিকের সাহায্যে শাশুড়িকে হত্যা করেছিলেন।

কৃষ্ণ কুমার ১০ হাজার টাকার বিনিময়ে সাপের জোগান দিয়েছিল বলে অভিযোগ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১