সাপাহারে রহমতের বৃষ্টি কামনায় নামাজ আদায় - Pallibarta.com

বুধবার, ৭ জুন ২০২৩

সাপাহারে রহমতের বৃষ্টি কামনায় নামাজ আদায়

সাপাহারে রহমতের বৃষ্টি কামনায় নামাজ আদায়।

সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে বৃষ্টি কামনায় মহান রাব্বুল আ’লামিনের দরবারে সাহায্য চেয়ে ইস্তেখার নামাজ আদায় ও মোনাজাত করা হয়েছে।
দীর্ঘ দিন বৃষ্টির পানির অভাবে মাঠ ঘাট ফেটে চৌচির অবস্থায় মাঠের ফসল বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে বরেন্দ্র এই অঞ্চলে ।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় সহস্রাধিক মানুষের সমন্বয়ে এ নামাজ অনুষ্ঠিত হয়।সাপাহার মডেল মসজিদ এর পেশ ইমাম হাফেজ মাওলানা মো: ওমর ফারুক ইস্তেখারের ২রাকাত নামজ আদায় শেষে বৃষ্টির জন্য মুসুল্লিদের নিয়ে সৃষ্টিকর্তার দরবারে দু’হাত তুলে মোনাজাত পরিচালনা করেন।

তিনি বলেন,এটি মূলত নফল নামাজ। দেশে বালা মসিবত ও অনাবৃষ্টির কারণে আমরা এই নামাজ আদায় করেছি। আল্লাহ চাইলে রহমতের বৃষ্টি হতে পারে।
উল্লেখ্য যে, পানির অভাবে নওগাঁর সাপাহার, পোরশা এলাকায় অবস্থিত প্রতিটি আমবাগানের বৃষ্টির অভাবে আম ঝরা শুরু হয়েছ। অভিজ্ঞ আমচাষী ও উপজেলা কৃষি দপ্তরের মতে আগামী ১/২ সপ্তাহের মধ্যে আকাশ থেকে বৃষ্টি শুরু না হলে অধিকাংশ আম গাছ থেকে ঝরে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০