শুক্রবার, ২ জুন ২০২৩
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে দিলরুবা বেগম (৩৫) নামের এক মধ্যবয়সী নারী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। আত্নহত্যাকারী দিলরুবা সাপাহার উপজেলার নুরপুর পূর্বপাড়ার শরিফুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।
সাপাহার থান ও স্থানীয় সূত্রে জানা গেছে দিলরুবা তার স্বামীর সাথে রাজধানী ঢাকায় গার্মেন্টসে চাকুরীর করার এক পর্যায়ে তার বাবার বাড়ী চলে আসে এবং বেশ কিছুদিন ধরে সে এখানেই বসবাস করতে থাকে। হঠাৎ গত মঙ্গলবার সন্ধ্যার পূর্বমহুর্তে সকলের অজান্তে দিলরুবা তার বাবার বাড়ীর গোয়াল ঘরে গলায় দড়ি দিয়ে ফাঁস টাঙ্গিয়ে আত্নহত্যা করে।
পরে সন্ধ্যার দিকে ওই গ্রামের লোকজন ৯৯৯নং ফোন দিয়ে বিষয়টি সাপাহার থানায় জানালে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তার মরাদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয় এবং ময়না তদন্তের জন্য লাশটি বুধবার সকালে নওগাঁ মর্গে পাঠায়। এবিষয়ে সাপাহার থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানিয়েছেন। বেশ কিছু দিন ধরে দিলরুবা মানসিক ভারসম্যহীনতায় ভুগছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।