সাপাহারে আগুনে পুড়ে ৫ দোকান ভস্মীভূত - Pallibarta.com

সোমবার, ২৭ মার্চ ২০২৩

সাপাহারে আগুনে পুড়ে ৫ দোকান ভস্মীভূত

সাপাহারে আগুনে পুড়ে ৫ দোকান ভস্মীভূত

তোফায়েল আহমেদ, সাপাহার প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার সিএন্ডবি ডাকবাংলো মোড় এলাকায় নতুন বাসস্ট্যান্ডে সারিবদ্ধ কয়েকটি দোকানে আগুন লেগে ক্ষুদ্র কয়েকজন দোকানদারের প্রায় সাড়ে ৫লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভষ্মিভুত হয়েছে। রবিবার দিবাগত রাত ২টা ৩০মিনিটের দিকে অজানা আগুনে পুড়ে দোকানগুলি ভষ্মিভুত হয়।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে ওই রাতে হঠাৎকরে প্রথমে শ্রী বিকাশ চন্দ্র সাহার দোকানে আগুনের সূত্রপাত ঘটে, স্থানীয় লোকজন ঘুমথেকে উঠতে না উঠতেই মহুর্তে আগুনের লেলীহান শিখা পাশাপাশি তাজ উদ্দীনের, রতন সিং, আব্দুল মান্নান, ও মুনিরের মুদিখানা দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

রাতেই আগুনের সংবাদটি পত্নীতলা ফায়ার সার্ভিসকে জানানো হলে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে উপস্থিত হওয়ার আগেই দোকানগুলোর সবগুলি মালামাল পুড়ে ছাই হয়ে যায়। চায়ের স্টল মালিক শ্রী বিকাশ, ভাতের হোটেল মালিক তাজউদ্দীন,মুদি দোকানদার আব্দুল মান্নান, রতন সিং, ও মুনির এর সাথে কথা হলে তারা জানান যে,প্রতিদিনের ন্যায় তারা রাত ১২টার দিকে নিজ নিজ দোকান বন্ধ করে বাসায় চলে যায়।

হঠাৎ করে রাত্রি আড়াইটার দিকে দোকানগুলোতে আগুন জ¦লতে দেখে ওই এলাকার নৈশ্য প্রহরী ও লোকজন তাদের খবর দেয়। খবর পেয়ে তারা এসে দেখে যে সবকটি দোকানে আগুন জ¦লছে। আগুনের সূত্রপাতের বিষয়ে তাদের নিকট থেক জানতে চাইলে কিভাবে দোকানে আগুন লাগল তা তারা বুঝতে পারছেনা বলে জানায়। তবে অনেকেই মনে করছে বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্থ্য দোকান মালিকগন জানান যে, আগুনে তাদের অনুমান সাড়ে ৫লক্ষ টাকার মালামাল পুড়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান আগুন লাগার পরে স্থানীয় একজন ব্যক্তি জানালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি আমাদের জরিপ অনুযায়ী প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১