Pallibarta.com | সাত কলেজের ভর্তি পরীক্ষা পেছাচ্ছে - Pallibarta.com

বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২

সাত কলেজের ভর্তি পরীক্ষা পেছাচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও অধিভুক্ত সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে ভার্চুয়ালি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। আগের ঘোষিত সূচি অনুযায়ী ১ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

অধ্যাপক মাকসুদ বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ অক্টোবর বিজ্ঞান ইউনিট, ৩০ অক্টোবর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ৫ নভেম্বর বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷

 

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১