সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার - Pallibarta.com

মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪টি সিআর মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী দলিলুর রহমান (৫০) কে গ্রেপ্তার করেছেন।

গ্রেপ্তারকৃত দীর্ঘদিনের পলাতক আসামী দলিলুর রহমান (৫০) বিরামপুর উপজেলার ৪ নং দিওড় ইউনিয়নের বিজুল গ্রামের খোদা বক্সের ছেলে।

থানা জানা যায়,মঙ্গলবার (১৪ মার্চ) রাত এক টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহামুদপুর ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশনায় এএসআই শামীম রেজার নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স অভিযান চালান। অভিযান চালিয়ে ৪টি সিআর মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী দলিলুর রহমান (৫০) কে গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেপ্তার করেন।

বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুমন কুমার মহন্ত গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৪ মার্চ) সকালে পলাতক আসামি দলিলুরকে দিনাজপুর বিজ্ঞ আদালতে সোর্পদন করা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১