বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২
সরকারি স্কুলের জায়গায় ভাড়ায় চলছে বেসরকারি স্কুল ।
নওগাঁর বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের জায়গা ভাড়া নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে আলফা ক্যাডেট একাডেমি অ্যান্ড হাইস্কুল নামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি ওই বিদ্যালয়ের জায়গা আরেকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে ভাড়া দেওয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভাড়ার টাকা কোন ফান্ডে জমা হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ মে বদলগাছী মডেল পাইলট হাইস্কুলটিকে সরকারি ঘোষণা করা হয়। বিদ্যালয়টি বেসরকারি থাকা অবস্থায় ২০০৮ সালে উন্নয়নের জন্য পাশের ফাঁকা জায়গাটি মাসিক দুই হাজার ৬০০ টাকায় ভাড়া দেওয়া হয়। বিদ্যালয়ের জায়গাটিতে স্থাপনা করতে প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়। পরবর্তী সময়ে ভাড়া থেকে অর্ধেক টাকা (মাসিক ১৩০০ টাকা) করে বাদ দেওয়ায় স্থাপনাটি এখন বিদ্যালয়ের। কয়েক দফা টাকার পরিমাণ বাড়িয়ে বর্তমানে পাঁচ হাজার টাকা ভাড়া দিচ্ছে আলফা ক্যাডেট একাডেমি অ্যান্ড হাইস্কুলের পরিচালক। কিন্তু বর্তমানে মডেল পাইলট হাইস্কুলটি সরকারি হওয়ার প্রায় তিন বছর পরও কেন বিদ্যালয়ের জায়গা ভাড়া দেওয়া হয়েছে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।