মোঃ রাকিব হোসেন, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসলে নেমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক সদস্যসহ দুই জন নিখোঁজ হয়েছেন।
বুধবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন, এনএসআই সদস্য মোস্তফা কাদের (৩৫) ও তার ভাগনি নুর আক্তার জুই (১৮)।
স্থানীয়রা জানান, সকালে বরগুনা এনএসআই অফিসের মাঠ কর্মকর্তা মোস্তফা কাদের ভাগ্নিকে নিয়ে শুভসন্ধায় ঘুরতে আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতে গোসলে নেমে স্রোতের তোড়ে ভেসে যান।
এ বিষয়ে তালতলীর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে তালতলী থানা পুলিশ, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্পেশাল টিমসহ স্থানীয় লোকজন নিয়ে আমরা উদ্ধার কাজ চালাচ্ছি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু বলেন, ‘দুই জন পর্যটক নিখোঁজের খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করেছি। সেই সঙ্গে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ড উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।