বুধবার, ১৮ মে ২০২২
নাহিদ হাসান মুন্না। একাডেমিক ও ভর্তি পরীক্ষার শিক্ষার্থীদের মাঝে তার পরিচিতি এখন গৎবাঁধা লেখার বাইরে নতুনত্বের আমেজ এনে দেওয়া তরুণ লেখক হিসেবে। নীলফামারী জেলার কিশোরিগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন এবং অনলাইন ক্যারিয়ার একই স্থানে অতঃপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন্স সাইন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন।
বর্তমানে প্রকাশক ও লেখক হিসেবে সুপরিচত নাহিদ। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটরও। এইচএসসি শিক্ষার্থীদের জন্য তার লেখা ‘বাংলা এ প্লাস’ বইটি এখন রকমারিতে বেস্ট সেলার। তাছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তার লেখা ICT Magic, GK Magic, বাংলা ম্যাজিক, English Magic এবং Written Magic বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কাছে খুবই পছন্দনীয় বই।