শিক্ষকতা পেশা থেকে অবসর নিলেন হযরত আলী মাস্টার - Pallibarta.com

শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

শিক্ষকতা পেশা থেকে অবসর নিলেন হযরত আলী মাস্টার

শিক্ষকতা পেশা থেকে অবসর নিলেন হযরত আলী মাস্টার

হযরত আলী মাস্টার তিনি ১২-০২-৮৬ সাল থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ৭ ডিসেম্বর বুধবার ছিল তার চাকরি জীবনের শেষ কার্যদিবস। ৩৬ বছর চাকরিজীবন শেষ করে তিনি মহান শিক্ষকতা পেশা থেকে অবসরে গেলেন। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি সাংবাদিকতা ও করতেন। হযরত আলী মাস্টার দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন।

বুধবার ৭ ডিসেম্বর হযরত আলী মাস্টারের শেষ কার্যদিবস উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করে দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান সহ হযরত আলী মাস্টারের দীর্ঘদিনের সহকর্মীরা তাকে বিদায় দিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। এই দৃশ্য দেখে মনে হয় দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয় এলাকার আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছিল।

হযরত আলী মাস্টার দীর্ঘদিনের কর্মস্থলের সহকর্মীদের কাছে শেষ বিদায় নিয়ে যাওয়ার সময় তার জন্য সকল সহকর্মী ও স্নেহের শিক্ষার্থীদের কাছে দোয়া প্রার্থনা করেন।

হযরত আলী মাস্টারের বিদায় অনুষ্ঠানে দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০