সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
গ্রেপ্তার হওয়া সব বিরোধী নেতাকর্মীর অবিলম্বে মুক্তি দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির মতে, জনগণ আজ ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ আন্দোলনে এ সরকারের পতন হবে।
পুলিশের বেপরোয়া নির্যাতন, সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি এবং বিএনপি নেতাদের গ্রেপ্তারে প্রতিবাদ ও সংহতি জানিয়ে শুক্রবার বিজয় নগর-পুরানা পল্টনে বিক্ষোভ মিছিল ও ব্রিফিং করেছে এবি পার্টি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ কথা বলেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান।
এ সময় মজিবুর রহমান বলেন, বিএনপি পুরো দেশেই শান্তিপূর্ণ সমাবেশ করেছে। কিন্তু সরকার ঢাকার সমাবেশ বানচাল করতে হীন চক্রান্তের আশ্রয় নিয়েছে। তারা বিএনপি অফিসে বেপরোয়া হামলা, কর্মী হ্ত্যা ও নৃশংসতা চালিয়েই ক্ষান্ত হয়নি। গভীর রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে যে কায়দায় বাসা থেকে গ্রেপ্তার করেছে তা অত্যন্ত লজ্জাজনক।
মজিবুর রহমান আরও বলেন, বিরোধী দলের কর্মসূচি বানচালের এ হীন ষড়যন্ত্রের আমরা তীব্র নিন্দা জানাই। গ্রেপ্তার হওয়া সব বিরোধী নেতাকর্মীর অবিলম্বে মুক্তি দাবি করছি।
এর আগে বিরোধী দলের কর্মসূচি বানচালের সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। মিছিলটি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিজয় নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব যোবায়ের আহমেদ ভূইয়া, বি এম নাজমুল হক, জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন, আনোয়ার সাদাত, এ বিএম খালিদ হাসান, সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, সাঈদ নোমান, যুব পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক এম ইলিয়াস আলী, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মিনহাজুল আবেদিন শরীফ, আবদুল হালিম খোকন, দক্ষিণের যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, আমেনা আক্তার, যুব পার্টির সদস্যসচিব শাহাদাতুল্লাহ টুটুল, হাদিউজ্জামান, তোফাজ্জল হোসেন রমিজ প্রমুখ।