শাকিবের নায়িকা হতে চাচ্ছে না কেউ! - Pallibarta.com

বুধবার, ৭ জুন ২০২৩

শাকিবের নায়িকা হতে চাচ্ছে না কেউ!

ঢালিউড চলচ্চিত্রে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম শাকিব খান। সম্প্রতি ব্যক্তিজীবনে আলোচনায় এসে রীতিমতো ঘৃণা ছড়াচ্ছেন ঢাকাই সিনেমার তথাকথিত এই ‘সুপারস্টার’। সদ্য শাকিব-বুবলীর পুত্র সন্তান শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আসে।

শুরুতে বুবলী পরবর্তী সময়ে শাকিবও তার ফেসবুকে সন্তানের স্বীকৃতি দিয়ে সন্তানের কথা স্বীকার করেছেন। তুমুল হইচই ফেলে দেওয়া এই ঘটনার মতোই ঠিক একই ঘটনা ঘটেছিল অপু বিশ্বাসের ক্ষেত্রেও। সে অবশ্য ২০১৮ সালের কথা। শাকিব তখন বেকায়দায় পড়ে যান, যখন তার সন্তান আব্রাম খান জয়কে নিয়ে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হন অপু বিশ্বাস। সবার সামনে প্রকাশ করেন ২০০৮ সালে বিয়ে করেছিলেন তারা। বিষয়টি প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও স্বীকার করতে বাধ্য হন ঢালিউডের এই শীর্ষ নায়ক। অবশ্য পরে বিচ্ছেদও ঘটে শাকিব-অপুর।

তাদের সন্তান জয় এখন মা অপুর কাছেই বড় হচ্ছে। দীর্ঘ নয় মাস পর গত ১৭ আগস্ট আমেরিকা থেকে দেশে ফেরেন শাকিব খান। কিন্তু মাসখানেক পরেই রীতিমতো শোরগোল পড়েছে শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে। তবে বীর এবং জয়কে নিয়ে আলোচনার মাঝেই জানা গেছে, বীর শাকিব খানের দ্বিতীয় সন্তান।

শাকিব খানের একটি কু-কীর্তির সুতো টানতেই বেরিয়ে আসছে আরেকটির খবর। জানা গেল, শাকিব ও বুবলী অনেকদিন ধরেই আলাদা থাকছেন। শুধু তাই নয়, বুবলীর সঙ্গে নতুন করে কোনো সিনেমা করতেও রাজি নন শাকিব। এমনকি এমনটাও শোনা যাচ্ছে, বুবলীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছে শাকিবের। গত শনিবার ‘লিডার: আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রের শুটিংয়ে দুজনে অংশ নেন। একই ফ্রেমে আবদ্ধ হলেও শটের বাইরে কথা হয়নি শাকিব-বুবলীর।

চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন উঠেছিল ‘প্রেমিকা’-এর নায়িকা হবেন তানজিন তিশা। কিন্তু তিশা এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি ভিত্তিহীন বলে উড়েই দিয়েছেন। তিশার এমন বক্তব্যের পর সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, তারা নাজিফা তুষি, সামিরা খান মাহিসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কেউই শাকিব খানের সঙ্গে আপাতত কাজ করবেন না বলে জানাচ্ছেন। ‘বুবলীকে বিয়ে ও সন্তান’ -এমন বিস্ফোরক ইস্যুর কারণে ইমেজ সংকটে ভোগা শাকিবের সঙ্গে কোনো নায়িকা অভিনয় করতে রাজি হচ্ছেন না।

যদিও দাবি করা হচ্ছে ‘প্রেমিক’ সিনেমাটি টপি ও শাকিব খানের প্রযোজনায় নির্মাণ করা হবে। তবে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, দুই যুগের ফিল্ম ক্যারিয়ারে চরম সংকটে পরা শাকিব খানই সিনেমার পুরো লগ্নিকারক। নিজের ক্যারিয়ার বাঁচাতেই টপি খানকে সহ-প্রযোজক হিসেবে ঘোষণা দিয়েছেন শাকিব।

কোনো নায়িকা শাকিবের সঙ্গে অভিনয় করতে চাচ্ছে না এমন গুঞ্জন প্রসঙ্গে টপি খান বলেছেন, শাকিব খানের নায়িকা পাওয়া যাচ্ছে না, এটা হয় নাকি। আমরা এখনও কারও সঙ্গে সিনেমাটির ব্যাপারে কথায় বলিনি। বর্তমানে সিনেমার গল্প লেখার কাজ চলছে। সামনের সপ্তাহ থেকে আমরা নায়িকাদের সঙ্গে কথা বলব। তখন জানাতে পারব কাকে নিয়ে কাজ করব।

এদিকে, শাকিব চলতি মাসে আমেরিকায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিবেন না বলে কিছুদিন আগে জানিয়েছিলেন। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে তিনি সিদ্ধান্ত বদলেছেন। শাকিব যেতে পারেন। গেলে তিন থেকে চার মাসের আগে দেশে ফিরবেন না।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০