শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী প্রতিনিধিঃ
চিরায়িত গ্রাম বাংলার একসময় কার বাহন ছিল ঘোড়া, গরু -মহিষের গাড়ি অথবা পালকি।বিয়ে সহ নানান আনুষ্ঠানিকতার বাহন ছিল এই গাড়ি।
কালের বিবর্তন ও যান্ত্রিকতায় সেসব এখন শুধুই অতীত। ভুল করেও এখন মানুষ এসব বাহন ব্যবহার করেনা। কিন্তু পুরনো সে দিনের কথা ভুলবি কিরে হায়…’গানের কথা আর ঐতিহ্যের স্মরণ করে এই যুগেও বর আর বউ এলো মহিষের গাড়িতে। বিয়ের আনুষ্ঠানিকতা বর যাত্রীরা নববধূকে নিয়ে বাড়ি ফিরল একইভাবে।
এই ঘটনা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নে মুসল্লী পাড়া গ্রামে।
এই গ্রামের ফজলুল হক ইচ্ছায় তার পুত্র ডাক্তার মোঃ ওমর ফারুক মহিষের গাড়িতে করে চেপে করলেন বিয়ে, আনলেন নববধূকে। তার স্ত্রী বিলকিস খাতুন বর্ষার বাড়ি পাশের জেলা লালমনিহাটে।বর্ষার পিতার নাম বেলাল হোসেন।
জানা গেছে, অনেক আগে থেকেই পিতা ফজলুর হকের ইচ্ছা ছিলো ছেলে উমর ফারুক বিয়ে দিবেন মহিষের গাড়িতে করে। তাই সে ইচ্ছে পূরণের আয়োজন। শুক্রবার (১৮ নবেম্বর) হয় তাদের বিয়ে আর শনিবার (১৯ নবেম্বর) শেষ হয়েছে সকল আনুষ্ঠানিকতা।
আধুনিক যুগে এসে এমন বিয়ের আয়োজন দেখে জেলার গ্রামের বয়স্ক মানুষগুলো যেন স্মৃতিকাতর হয়ে পড়ে। বর ও যাত্রীরা যাচ্ছে মহিষের গাড়িতে, পিছনে মাইকে বিয়ের গান। গ্রাম বাংলার শেকড়ের এমন আয়োজন আর উৎসব দেখতে গ্রামের শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধরা বের হয় ঘর থেকে। বাদ যায়নি ঘরের বধূরাও।রাস্তায় যেন ঢল নামে মানুষের, সবার চোখেমুখে ছিল উৎসব আমেজ।
বর উমর ফারুক জানান, দুই পরিবারের সম্মতিতে এমন আয়োজন। বিয়েটি গ্রামবাসীকে একই সুতায় গেঁথেছে,যা তাকে আনন্দিত করেছে।