শুক্রবার, ১২ আগস্ট ২০২২
দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও জনভোগান্তির প্রতিবাদ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধি সহ বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইন বাতিল, দুর্নীতি লুটপাট ও অনিয়মকারীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১ আগস্ট ) সকাল সাড়ে ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা কমিটির আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সদস্য নজরুল ইসলাম খান, ইয়াসমিন সুলতানা, হাছিব আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটির সভাপতি জাবের মোহাম্মদ, বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক জামান কবির, বাংলাদেশ গণ অধিকার পরিষদ বরিশাল জেলা সদস্য সচিব রফিকুল ইসলাম রাসেল প্রমুখ।
এসময় রবিবার ( ৩১ জুলাই ) ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার ঘটনায় গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছে।