লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কেঃ শিল্পমন্ত্রী - Pallibarta.com

শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কেঃ শিল্পমন্ত্রী

লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কেঃ শিল্পমন্ত্রী

সিরাজগঞ্জে লাখো মানুষের কর্মসংস্থান ও সিরাজগঞ্জের প্রতিট মানুষের বহুল কাঙ্খিত বিসিক শিল্পপার্ক আগামী জুন মাসেই শুভ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ৮ ঘটিকায় বিসিক চিল্প পার্ক পরিদর্শন ও সংশ্লিষ্ট সকলেরর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এছাড়াও তিনি আরো বলেন, রাজশাহীসহ সারা বাংলাদেশের সুনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান এই বিসিক শিল্প পার্কের জমির প্লট নি‌তে প্রস্তুত রয়েছে। মোট ৪০০ একর জ‌মি‌তে ৮২৯ টি শিল্প প্লট কারখানার মাধ্যমে প্রায় এক লক্ষ লোকের কর্মস্থান সৃষ্টি হবে এই প্রকল্পে। আগামী জুনের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন কর‌তে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে।

এ সময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কালাম আহমেদ মজুমদার এমপি, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিব‌ে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার আরিফুর রহমান।

এছাড়াও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের চেয়ারম্যান মুহা মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সাথে ব্রিফিং শেষে শিল্পমন্ত্রী সিরাজগঞ্জ বিসিক শিল্প নগরী পরিদর্শন করেন এবং বিসিক শিল্প পার্ক প্রকল্প এলাকায় বৃক্ষ রোপণ করেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১