লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু! - Pallibarta.com

মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু!

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু!

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার সময় উপজেলার রায়পুর সোনাপুর গ্রামের মো. আলমগীরের ছেলে মো. আয়ান (আড়াই বছর) এবং চরআবাবিল ইউপির কৃষক রিজাউলের মেয়ে মারিয়া (২) পা‌নিতে ডুবে মারা গেছে।

নিহত আয়ানের বাবা আলমগীর হোসেন জানান, সকাল ৭টার দিকে নিজ বাড়ির উঠানে খেলছিল আয়ান। এ সময় প‌রিবারের লোকজন বাড়ির পাশে পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে আয়ান উঠানের পাশের পুকুরে খেলা করতে যায়। কিছু সময় পর তার দেহ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারিয়া আক্তারের বাবা রিজাউল জানান, সকালে কৃষিকাজে বাড়ির বাহিরে যাই। সকাল ১০টার দিকে তার স্ত্রী ঘরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তার পাশেই খেলা করছিল শিশু মারিয়া। একপর্যায়ে ঘরে ও উঠানে মারিয়াকে না দেখে শুরু হয় খোঁজাখুঁজি। কিছুক্ষণ পর তাকে উঠানের পাশের পুকুরে ভাসতে দেখেন স্বজনরা। তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১