Pallibarta.com | লকডাউনে তৈরি পোশাক কারখানা খোলা থাকবে - Pallibarta.com

বুধবার, ২৭ অক্টোবর ২০২১

লকডাউনে তৈরি পোশাক কারখানা খোলা থাকবে

ভিয়েতনামকে টপকে গেল বাংলাদেশ

করোনাভাইরাস প্রতিরোধে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ ঢাকার আশপাশের সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে লকডাউনের মধ্যে এসব এলাকার তৈরি পোশাক কারখানা চালু থাকবে।

সোমবার বিকেলে (২১ জুন) ঢাকা পোস্টকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি, বিজিএমইএ। বার্তায় বলা হয়, ‘করোনাভাইরাস জনিত রোগ-এর বিস্তার রোধকল্পে চলাচলে বিধিনিষেধ আরোপ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ একটি নোটিশ জারি করেছে। আপনাদের সদয় আবগতির জন্য জানানো যাইতেছে যে, তৈরি পোশাক খাত এর আওতাবহির্ভূত থাকবে।

এ বিষয়ে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল সোমবার বিকেলে বলেন, ‘এর আগেও লকডাউনের সময় পোশাক কারখানা খোলা ছিল, এবারও সেভাবেই খোলা থাকবে বলে আশা করছি।’

বিষয়টি নিশ্চিত করে পরে (সোমবার রাতে) বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন, ‘লকডাউনের মধ্যে গাজীপুরসহ অন্যান্য জেলায় পোশাক কারখানা খোলা থাকবে। তবে পোশাক কারখানার মালিকদের সবাইকে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।

৭ জেলায় লকডাউন চলাকালে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বলেই তো দিয়েছি, সব বন্ধ, শুধু কয়েকটা সার্ভিস ছাড়া।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জেলাগুলো ব্লকড থাকবে, কেউ ঢুকতে পারবে না।

সূত্রঃ ঢাকাপোস্ট

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১