রেলের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে জামালপুর স্টেশনে শিক্ষার্থীদের অবস্থান - Pallibarta.com

রবিবার, ২৬ মার্চ ২০২৩

রেলের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে জামালপুর স্টেশনে শিক্ষার্থীদের অবস্থান

জামালপুরে রেলওয়ের বিভিন্ন অব্যবস্থাপনা, অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ছয় দফা দাবিতে জামালপুর রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। জামালপুর টাউন রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মে আজ সোমবার সকাল থেকে অবস্থান নেন তাঁরা।

স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন—খিলগাঁও মডেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ ভূইয়া হৃদয় (২৫), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান ও পুলিশ তত্ত্ব বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রুবেল (২৩), একই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রুকনুজ্জামান সীমান্ত (২৪) এবং সরকারি ইসলামপুর কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হৃদয় বোস (২২)।

শিক্ষার্থীরা জানান, রেলওয়ের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, টিকিট কালোবাজারিসহ অন্যান্য অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ৬ দফা দাবিতে কমলাপুর রেলওয়ে স্টেশনে ১৩ দিন ধরে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তাঁর ওই ছয় দফা দাবির প্রতি একাত্বতা প্রকাশ করে জামালপুরে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১