শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
হুমায়ুন কবীর, রাজশাহীঃ
রাজশাহী সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া, কাশিয়াডাঙ্গা থানাধীন গোলজারবাগ গুড়িপাড়া গ্রামস্থ পানির পাম্পের পূর্ব দিক সোজা নুরুর ঢালান পর্যন্ত পুকুরের উত্তরের গাইড ওয়াল রাজশাহী সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া আসামীরা ইট উত্তোলন করে নিয়ে যাচ্ছে জানতে পেয়ে বাদী পরিচ্ছন্ন সুপার ভাইজার মোঃ নাজমুল হোসেন বাপ্পীকে ঘটনাস্থ পাঠায়। তিনি ০৬ মার্চ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় কাশিয়াডাঙ্গা থানাধীন গোলজারবাগ গুড়িপাড়া গ্রামস্থ ১নং বিবাদী মোঃ রানা খান এর বসতবাড়ির সামনে গিয়ে বাঁধা নিষেধ করিলে কথা কাটাকাটির একপর্যায়ে রানা খান সুপার ভাইজার মোঃ নাজমুল হোসেন বাপ্পীকে হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করেন।অতঃপর বাদী অফিসের লোকজনসহ ঘটনাস্থলে গিয়ে যাচাই বাছাই করিলে দেখা যায় যে, ০৬/০৩/২০২৩ তারিখ সহ বিভিন্ন তারিখে ১ নং বিবাদী অভিযুক্ত রানা খান (৪২) ঐ এলাকার আব্দুল্লাহ খানের ছেলে। ও সহায়তায় ২নং বিবাদীসহ অজ্ঞাতনামা বিবাদীগন বেআইনী জনতা দলবদ্ধ হইয়া জোরপূর্বক পুকুরের গড ওয়াল ও রাস্তার গাইড ওয়ালের প্রায় ৬০ (ষাট হাজার ইট যার আনুমানিক মূল্য- ৪,৮০,০০০/-) টাকার ইট ওয়াল ভাঙ্গিয়া উত্তোলন করে অজ্ঞাতনামা ট্রলিতে করে চুরি করে নিয়ে গিয়েছে।যাহার কারণে সরকারী রাস্তা ও ড্রেন ভেঙ্গে/ধসে পুকুরে নেমে যাওয়ায় আনুমানিক মূল্য-২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকার ক্ষতি সাধন হয়েছে।
অভিযুক্ত রানা খান (৪২) ঐ এলাকার আব্দুল্লাহ খানের ছেলে, এ ঘটনায় ০৬/০৩/২০২৩ তারিখে রাজশাহী সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড এর ভারপ্রাপ্ত সচিব মোঃ গোলজার হোসেন বাদী হয়ে কাশিয়াডাঙ্গা থানায়, ১নং বিবাদী মোঃ রানা খান( ৪২) পিতা আব্দুল্লা খান, কাশিয়াডাঙ্গা থানাধীন গোলজারবাগ গুড়িপাড়া, ও ২নং বিবাদী মো শয়ন আলী (৩৬)পিতা মো রাজু মিয়া, লক্ষ্মীপুর ভাটাপাড়া, রাজপাড়া রাজশাহী সহ অজ্ঞাতনামা ৮/১০ জন এর নামে, একটি এজাহার দায়ের করেন, কিন্তু আসামি ০৬/০৩/২০২৩ তারিখে রাত ৮:১৫ মিনিটে আসামি রানা খান (৪২) হটাৎ ফেসবুক লাইভের এসে, নিজের গলায় ছুরি ধরে নিজে আত্মহত্যা করবে বলে এবং,১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র- ২ মো: রজব আলী ও যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান, এর জন্য করছে বলে, রাজশাহী বাসীকে এক বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টা করেন ,কিন্তু, সত্য ঘটনা অনুসন্ধান করে জানা যায় কিছু সুবিধাবাদী দের যোগসাজে, আসামি রানা খান, যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান, কে রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশি প্রার্থীতা বিতর্কিত বাঁধাগ্রস্ত করতেই এই নাটকটি সাজিয়ে ছিলেন, এর আগেও আসামি রানা খান ১ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে, রজব আলীর, নির্বাচন কে বাঁধাগ্রস্ত করতে নিজে নির্বাচন করে ছিলেন, এবং অসম্মানজনক ভোট পান।
এ বিষয়ে ১ নং ওয়ার্ডের, গণ্যমান্য ব্যক্তিরা বলেন , রানা খান দীর্ঘদিন যাবৎ বিভিন্ন নেশার মধ্যে আসক্ত হয়ে পড়েছে, এবং নেশার টাকা যোগান দিতে গিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন, তাকে অতি দ্রুত আইনের আওতায় এনে নেশা নিরাময় স্বাস্থ্যকেন্দ্রে, রাখা দরকার, না হলে আমাদের সুন্দর সমাজ হুমকির মুখে চলে যাবে। এদিকে হঠাৎ করে আরএমপি, কাশিয়াডাংগা থানার নতুন ওসি, মশিউর রহমান,এর যোগদানের পরেই কাশিয়াডাঙ্গা থানা, এলাকায় মাদক কারবারীদের আনাগোনা বেড়ে যায়, এবং প্রতিনিয়ত এরকম চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে, এর দ্রুত সমাধান চায় এলাকাবাসী।
এ বিষয়ে আর এম পি, কাশিয়াডাঙ্গা জোনের ডিসির, সঙ্গে যোগাযোগ করলে, তিনি ওসির সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এ বিষয়ে আর এম পি, কাশিয়াডাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মশিউর রহমান, এর সাথে যোগাযোগ করলে , তিনি বিষয়টি দেখছি বলে ফোন কেটে দেন, থানায় খোঁজ নিয়ে জানা যায় উক্ত ঘটনায় থানায় মামলা হয়েছে।একজনকে আটক করা হয়েছে।অন্যদের আটকে অভিযান অব্যাহত আছে।
তবে ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ দাবিদার রানা খান আত্নগোপনে থাকায় তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।
এলাকা বাসীর দেওয়া তথ্য মতে রানা খানের ইট চুরি ও মামলার ঘটনার সাথে যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহানের কোন সম্পৃক্ততা নেই, যেহেতু তার ভাই অত্র ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর ও রাসিক এর প্যানেল মেয়র তাদেরকে সমাজে খাটো করার জন্য রানার এটি অপকৌশল মাত্র। তবে নাহিদ আক্তার নাহানের নাম প্রকাশ করার পেছনে কারন হলো নাহিদ আক্তার নাহান যুবলীগ রাজশাহী মহানগর কমিটির সাধারন সম্পাদক পদ প্রত্যাশি এবং অনেকের ধারনা বিগত সময়ের সাংগঠনিক কর্মকান্ড, সমাজে সেবামূলক কাজ অসহায় নিপিড়ীত মানুষের পাশে থেকে সার্বিক ভাবে সহযোগিতা করা সহ বিভিন্ন সমাজ সেবা মুলক কাজের জন্য আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় এর আস্থা অর্জনে সক্ষম হয়ে মহানগর যুবলীগের সাধারন সম্পাদক পদে দ্বায়িত্ব পেতে পারেন, তাই নাহিদ আক্তার নাহানের নামে অপপ্রচার করে তার সুনাম নষ্ট করার অপচেষ্টা করছে।