রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ ইমদাদুল হকের জানাযা অনুষ্ঠিত - Pallibarta.com

মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ ইমদাদুল হকের জানাযা অনুষ্ঠিত

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ ইমদাদুল হকের জানাযা অনুষ্ঠিত

হুমায়ুন কবীর, রাজশাহীঃ
লায়ন্স আই হসপিটাল ও ডায়াবেটিক কল্যাণ কেন্দ্র রাজশাহীর প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধ চলাকালীন ৭ নম্বর সেক্টরের ৪ নম্বর সাব-সেক্টরের চীফ মেডিকেল অফিসার, রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ ইমদাদুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

রোববার (২২ জানুয়ারি) বাদ আসর নগরীর টিকাপাড়া গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক এঁর জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ ইমদাদুল হক রবিবার (২২ জানুয়ারি) সকাল ৭টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১