সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
হুমায়ুন কবীর, রাজশাহীঃ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসে নিজের শারীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সাইফুর রহমান রাফি (২৮) নামের এক যুবক। গতকাল বুধবার রাত নয়টার দিকে রামেক ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে। পরে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কয়েক ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় রাফির মৃত্যু হয়।
দগ্ধ রাফি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার মো. বাবুলের ছেলে। তার মা রামেক হাসপাতালে ডেইলি লেবারের কাজ করেন।
রামেক হাসপাতালের বার্ন ইউনিটের ইনচার্জ ডা. আফরোজা নাজনীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে নিজ শরীরে আগুন দেন রাফি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে আনলে সেখান থেকে তাকে ২৯ নম্বর ওয়ার্ডে (বার্ন ইউনিটে) ভর্তি করা হয়।
ডা. আফরোজা আরও বলেন, রাফি মানসিক রোগী বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। রাফির শরীরের ৯৯% স্থান পুড়ে গেছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন। আমরা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
রাফির পরিবারের সাথে কথা বলে জানা গেছে, সে মানসিক রোগে ভুগছিলেন। কোথাও কাজে যোগ দিলেও করতে পারতেন না। চার-পাঁচ বছর ধরে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে তার চিকিৎসা চলছিল। মানসিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন।
এ ব্যাপারে রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত আছে। ওই যুবক কেন শরীরে আগুন দিয়েছে, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনার সঙ্গে কেউ যুক্ত থাকলে তাকেও শনাক্ত করার জন্য পুলিশ কাজ শুরু করেছে।