রাজশাহী জেলা যুবলীগের সভাপতি পদ প্রত্যাশি মুজাহিদ হোসেন মানিক - Pallibarta.com

শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

রাজশাহী জেলা যুবলীগের সভাপতি পদ প্রত্যাশি মুজাহিদ হোসেন মানিক

রাজশাহী জেলা যুবলীগের সভাপতি পদ প্রত্যাশি মুজাহিদ হোসেন মানিক

হুমায়ুন কবীর, রাজশাহীঃ
রাজশাহী জেলা যুবলীগের সভাপতি পদে সিভি জমা দিয়েছেন রাজশাহী জেলা যুবলীগের বর্তমান সহসভাপতি মোঃ মুজাহিদ হোসেন মানিক।
রবিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দলীয় কার্যালয়ে সভাপতি পদে প্রার্থীতা করার জন্য কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সিভি জমা দেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ মুজাহিদ হোসেন মানিকের সমর্থনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর পক্ষ থেকে রাজশাহী জেলা,রাজশাহী মহানগর, নাটোর ও ফেনী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উল্লিখিত জেলাসমূহে শুধুমাত্র সভাপতি/সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীদের জীবন-বৃত্তান্ত আহ্বান করা হয়েছে। গতকাল বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরীত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়।

পদ-প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। আগামী সোমবার (১৮ই ফেব্রুয়ারী) থেকে বুধবার (২০ই ফেব্রুয়ারী) পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় যুবলীগের প্রধান কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা নেওয়া হবে।
১৯/২/২০২৩ তারিখ যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সিভি জমা দেওয়া উপলক্ষে মোঃ মুজাহিদ হোসেন মানিক গণমাধ্যমকে বলেন ” সুষ্ঠ ভাবে সিভি জমা দেওয়া হয়েছে রাজশাহী জেলা যুবলীগের সভাপতি পদ প্রত্যাশি হিসেবে তৃতীয় নাম্বার সিরিয়ালে সিভি আমি জমা দিয়েছি। আমি আশাবাদী কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার বিগত সময়ের সাংগঠনিক কর্মকান্ড এবং দলীয় কর্মকান্ডের বিচার বিশ্লেষণ করে আমাকে আমার প্রত্যাশিত পদ দিবেন। তবে সংগঠনের সার্থে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নিবেন সেটা আমি মেনে নিবো”।

উল্লেখ যে, রাজশাহী জেলা যুবলীগের বিশ্বস্ত এক নাম তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব জেলা যুবলীগের বর্তমান সহ সভাপতি মোঃ মুজাহিদ হোসেন মানিক । ছাত্রলীগ দিয়ে আওয়ামী রাজনীতি শুরু করে যুবলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯৯৬ সালে নিউ গভঃ ডিগ্রি কলেজের আহবায়ক কমিটির সদস্য হিসেবে ছাত্রলীগের মাধ্যমে মুক্তি যুদ্ধের পক্ষের ও বঙ্গবন্ধুর আর্দশে রাজনৈতিক জীবন শুরু করেন মুজাহিদ হোসেন মানিক। ১৯৯৯ সালে রাজপাড়া থানা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করেন। যার অবদান স্বরুপ ২০০৩ সালে রাজশাহী জেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দ্বায়িত্ব পান। এবং ২০১৬ সালে রাজশাহী জেলা যুবলীগের সহসভাপতি হিসেবে দ্বায়িত্ব পান এবং এখন পর্যন্ত সেই পদে থেকে জেলা যুবলীগকে সুসংগঠিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মুক্তি যুদ্ধের স্বপক্ষের রাজনীতি ও মুজিববাদী আদর্শে উজ্জীবীত পরিবারের সদস্য মুজাহিদ হোসেন মানিক। তার ছোট ভাই মোঃ তানসেন ওয়াহিদ তাসকিন থানা ও মহানগর ছাত্রলীগের রাজনীতির সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ব্যাক্তিগত সহকারী হিসেবে সততার সাথে সেবা করে যাচ্ছে।

রাজশাহী জেলা যুবলীগের সভাপতি পদ প্রত্যাশি মোঃ মুজাহিদ হোসেন মানিক তার জীবন বৃত্তান্তে রাজনৈতিক জীবনের বর্ণনায় উল্লেখ করেন ১৯৯১ থেকে ১৯৯৬ সালে অসহযোগ আন্দোলন করতে গিয়ে হামলা ও মামলার স্বীকার, বিএনপির করা মিথ্যা বিস্ফোরক মামলার আসামী, ১৯৯৯ সালে গোলাম হত্যা মামলার প্রতিবাদ করায় থানা ভাংচুরের বানোয়াট মামলার আসামি, ২০০১ সালে পথসভায় বক্তব্যরত অবস্থায় পুলিশের হাতে নির্যাতনের স্বীকার, ২০০৭ সালে জননেত্রী শেখ হাসিনার গ্রেফতারের পরের দিন নেত্রীর মুক্তির দাবির জন্য আন্দোলন করায় যৌথবাহিনীর দ্বারা পরিবার সহ নির্যাতনের স্বীকার ও পলাতক জীবনযাপন করা সহ বিভিন্ন মামলা ও নির্যাতনের স্বীকার হয়।

এছাড়াও মোঃ মুজাহিদ হোসেন মানিক একজন মানবিক ও সমাজসেবক হিসেবে সুনাম অর্জন করেছে। ২০০৮, ২০১৪, ২০১৮ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচনে গোদাগাড়ী- তানোর আসনে নৌকার পক্ষে প্রচার প্রচারণা দ্বায়িত্ব পালন করেন।
বিশ্ব মহামারী করোনা কালীন সময়ে ও তিনি ব্যাক্তিগত ও সাংগঠনিক উদ্দ্যগে মাস্ক, খাবার সহ বিভিন্ন ভাবে মানুষের পাশে থেকে সেবা করে গেছেন প্রচার বিমুখ জনপ্রিয় রাজনৈতিক ব্যাক্তিত্ব মোঃ মুজাহিদ হোসেন মানিক।

জেলার শীর্ষ পর্যায়ের নেতা কর্মীদের সাথে সুসম্পর্ক এবং জেলার প্রতিটি উপজেলা ইউনিয়নের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে ভালোবাসার মানুষ হিসেবে মুজাহিদ হোসেন মানিক একজন জনপ্রিয় সংগঠক।
গণমাধ্যমে দেওয়া বক্তব্যে মুজাহিদ হোসেন মানিক সভাপতি পদ প্রত্যাশি হয়ে আশাবাদী কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে সভাপতির দায়িত্ব অর্পন করে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ধারা অব্যাহত রাখতে এবং রাজশাহী গর্ব এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সুনাম সমুন্নত রাখবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০