মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়াম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ৩২ ভোটে জয় লাভ করেছেন।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল থেকে এই তথ্য পাওয়া যায়। ৯টি উপজেলার ৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগ সমর্থিত মীর ইকবালের কাপ-পিরিচ প্রতীক পেয়েছে ৫৯৮ ভোট। বিপরীতে বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান আক্তারের মোটরসাইকেল প্রতীক পেয়েছে ৫৬৬ ভোট।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবদুল জলিল জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন এক হাজার ১৮৫ জন। এর মধ্যে এক হাজার ১৭৫ জন ভোট দিয়েছেন। ভোট প্রদানের হার ৯৯. ১৬ শতাংশ।
অন্য দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল তালগাছ প্রতীকে ৭ এবং আফজাল হোসেন আনারস প্রতীকে ৪ ভোট পেয়েছেন।
এর আগে সোমবার সকাল ৯টা থেকে একটানা ভোট গ্রহণ করা হয় দুপুর ২টা পর্যন্ত। জেলার ৯টি উপজেলার ৯টি ভোটকেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হয়। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো ছিল।
জেলা পরিষদের নয়টি সাধারণ ওয়ার্ডের জন্য ৩১ জন এবং তিনটি সংরক্ষিত নারী আসনের জন্য ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি। এবার আওয়ামীলাীগ থেকে তাকে নোমিনেশন দেয়।।