শুক্রবার, ২ জুন ২০২৩
হুমায়ুন কবীর, রাজশাহীঃ
২০২২ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে।
জানা যায়, ফলাফলের দিক থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের সরকারি ও বেসরকারিসহ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ গতবারের মত এবারও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশসহ শতকরা ৯৮.১৫ ভাগ জিপিএ-৫ পেয়েছে।
এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১০৮ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৬ জন শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগে ৯৯ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ জন শিক্ষার্থী। এমন ফলাফলে বিদ্যালয় প্রাঙ্গনে বইছে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীরা ছুটে এসেছে তাদের প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণে। কাঙ্ক্ষিত সর্বোচ্চ ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। মহামারীর সংকট ও অনিশ্চয়তা পেরিয়ে নিজ নিজ সন্তানের কষ্টে অর্জিত এই ফলাফলে অভিভাবকদের মুখেও ফুটেছে প্রাপ্তি ও গর্বের হাসি।
ফল নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ রেজাউল করিম বলেন, “এই ফলাফল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণের সম্মিলিত প্রচেষ্টার ফসল। ভালো ফল করার চেয়ে জরুরি ভালো মানুষ হওয়া। আশা করছি ভবিষ্যতে শিক্ষার্থীরা
সুন্দর মানুষ হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করবে। ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।” পড়ালেখার পাশাপাশি নেতৃত্ব দেওয়া ও বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করার যোগ্য করে শিক্ষার্থীদের গড়ে তুলতে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে রয়েছে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম।
এর প্রমাণস্বরূপ এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পত্র লিখন প্রতিযোগিতা- ২০২২ এ আন্তর্জাতিক পর্যায়ে, বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড-২০২১ ও জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা- ২০২২ এ বিভাগীয় পর্যায়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
উল্লেখ্য যে, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সকল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়ার গৌরবও অর্জন করে।