রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে পরিচ্ছন্নতা (Cleanliness) কার্যক্রম অনুষ্ঠিত - Pallibarta.com

বুধবার, ৭ জুন ২০২৩

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে পরিচ্ছন্নতা (Cleanliness) কার্যক্রম অনুষ্ঠিত

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে পরিচ্ছন্নতা (Cleanliness) কার্যক্রম অনুষ্ঠিত

হুমায়ুন কবীর, রাজশাহীঃ
মহাত্মা গান্ধীর আদর্শকে কেন্দ্র করে রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে পরিচ্ছন্নতা (Cleanliness) কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শনিবার ১৪ জানুয়ারী সকাল ১১ টায় মহানগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় এই কার্যক্রম চালানো হয়। এতে নেতৃত্ব দেন সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

এছাড়াও রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভারতীয় শিক্ষার্থীরা এবং হাই কমিশন অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় সহকারী হাই কমিশনার বলেন, একটি অঞ্চলের সৌন্দর্য নির্ভর করে সেই অঞ্চলের পরিবেশের উপর । রাজশাহী মহানগরী এমনিতেই পরিস্কার পরিচ্ছন্ন নগরী। আর এই নগরীকে আরো সুন্দর করতে পারে তরুণ প্রজন্ম ।

তাদের সকলের ব্যক্তি অংশগ্রহণ ও সচেতনতার মাধ্যমে শহরে যেখানে সেখানে ময়লা আবর্জনা যেন ফেলা না হয় সেই বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন করা। একই সাথে রাস্তার মোড়ে মোড়ে নিদিষ্ট কিছু স্থান ও ডাস্টবিন রাখা যেখানে সকলে পরিত্যক্ত ময়লা আবর্জনা ফেলবে। এতে করে পরিবেশ সুন্দর হবে ও সেই এলাকার মানুষও সুস্থ থাকবে।

বর্তমানে রাজশাহীর তরুণদের ভূমিকা কি হতে পারে এই নিয়ে প্রসঙ্গ নিউজ প্রশ্ন করলে তিনি বলেন, রাজশাহীর তরুণদের মাঝে সচেতনা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ ও সুস্থ্য নগরী গঠন সম্ভব। শুধু ইচ্ছা ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহন করতে হবে এবং এক হয়ে ব্যক্তি উদ্দ্যোগে সচেতনতার সাথে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে সেটি ফেললে শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব ও তাদের ছোট ছোট উদ্দ্যোগে বিভিন্ন এলাকায় এই কার্যক্রম করলে সকলে সচেতন হবে।মহাত্মা গান্ধী বিশ্বাস করতেন, সমাজের উন্নয়ন ফুটে ওঠে পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যে। এ জন্য পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। এ ভাবনার অংশ হিসেবে রাজশাহীতেও পরিচ্ছন্নতা (Cleanliness) কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এই বিষয়ে অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেনকে প্রশ্ন করলে তিনি প্রসঙ্গ নিউজকে বলেন, প্রথমে আমাদের মনের ময়লা পরিস্কার করতে হবে। পরিচ্ছন্নতা বিষয়টি কিন্তু শুরু হয় আমাদের নিজের অন্তর থেকে। যখন আমি নিজে পরিচ্ছন্ন হতে পারবো তখন দেখবেন আমার চারিপাশের সকল কিছু আমি পরিষ্কার রাখছি। এই উদ্দ্যোগকে আমি স্বাগত জানায়। তারা উদ্দ্যোগটি নিয়েছেনি একটি প্রতিকী হিসেবে । আমরা আমাদের শহরকে ভালোবেসে যদি নিজে পরিচ্ছন্ন হয় তবেই এই উদ্দ্যোগের স্বার্থকতা।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০