রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন জামায়াত ইসলামীর মিছিল, প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন - Pallibarta.com

সোমবার, ২ অক্টোবর ২০২৩

রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন জামায়াত ইসলামীর মিছিল, প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন

হুমায়ুন কবীর রাজশাহীঃ

মাস্ক ও মাপলার দিয়ে চেহরা ঢেকে রাজশাহীতে জামায়াত ইসলামীর মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) আনুমানিক বেলা ১২ টার সময় রাজশাহী মহানগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির শফিকুর রহমানকে নিঃশর্তে মুক্তির দাবিতে পুনরায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এই মিছিল করেছে বলে জানা গেছে।

কঠোর পুলিশি তৎপরতার পরও কিভাবে তারা এই আন্দোলন ও মিছিল চালিয়ে যাচ্ছে? কেনইবা বন্ধ হচ্ছে না তাদের কর্মসূচিগুলো? এমন প্রশ্ন রাখছেন সচেতন মহল।

স্থানীয়রা জানান, বেলা আনুমানিক ১২ টার পর ৫০ মিনিট ধরে রাজপাড়া থানার ঐতিহ্য চত্বর ও বহরমপুর সিটি বাইপাস মোড় এলাকায় তারা এই বিক্ষোভ মিছিল ও পথসভা করে।

উল্লেখ যে এর আগে জামায়াতে কেন্দ্রীয় কমিটির আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে ঝটিকা মিছিল করছিল দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি কাদিরগঞ্জ হয়ে দড়িখরবোনা মোড়ে গিয়ে শেষ করেছিল।

ওইদিন রাজশাহী নগরের বোয়ালিয়া থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির এসআই আবু হায়দার ও কনস্টেবল আহাদ সহ পুলিশের ওপর হামলা হয়েছিল। এমন হামলায় এসআই ও কন্সটেবল আহত হয়ে চিকিৎসা নিতে হয়েছিল।
ভয়ভীতি ও নাশকতা সৃষ্টির আগেই তাদেরকে রুখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন মহল। নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত কয়েকজন ব্যাক্তি বলেন ৪০/৪৫ মিনিট সময় নিয়ে জামায়াত তাদের মিছিল সভা করলো অথচ আরএমপির সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও পুলিশ সময় মতো পৌঁছাতে দেরি করে। বহরমপুর মোড়েও রয়েছে সিসি ক্যামেরা তারপরও পুলিশ পৌঁছাতে দেরি করে। এভাবে চোরের মতো মিছিল মিটিং করাতে আমরা আতংকিত হয়ে পরছি।
শনিবার হঠাৎ আন্দোলন সম্পর্কে রাজপাড়া থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীরা সুযোগ বুঝে এই মিছিল করছে। যেখানে, প্রশাসন পৌঁছার আগেই তারা পালিয়ে যাচ্ছে। চেষ্টা অব্যহত থাকছে তাদের শনাক্ত করে গ্রেফতার করার।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১