রাজশাহীতে তৃতীয় লিঙ্গ(হিজড়া) জনগোষ্ঠির অনুদান তুলে নিয়েছে প্রতারক চক্র - Pallibarta.com

শুক্রবার, ২ জুন ২০২৩

রাজশাহীতে তৃতীয় লিঙ্গ(হিজড়া) জনগোষ্ঠির অনুদান তুলে নিয়েছে প্রতারক চক্র

রাজশাহীতে তৃতীয় লিঙ্গ(হিজড়া) জনগোষ্ঠির অনুদান তুলে নিয়েছে প্রতারক চক্র

হুমায়ুন কবীর রাজশাহীঃ
রাজশাহীতে তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠির জন্য সমাজসেবা কার্যালয় থেকে দেয়া ভাতা, মোবাইল ব্যাকিং থেকে তুলে নিচ্ছে প্রতারক চক্র। এ ঘটনায় ৪ ডিসেম্বর রোববার বিকেলে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। রাজশাহীর ‘দিনের আলো হিজড়া সংঘের’ সভাপতি মোহনা মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, দিনের আলো হিজড়া সংঘের সদস্যদের নগদ একাউন্টে রাজশাহী সমাজসেবা কার্যালয় থেকে ১ হাজার ৮০০ টাকা করে সরকারি ভাতা প্রদান করা হয়। গত ৩ ডিসেম্বর শনিবার অজ্ঞাত ব্যক্তি ঢাকা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করেন। এই তিনটি নম্বর থেকে বিভিন্ন সময়ে ফোন আসে- ০১৬১৮০৫৫৮৯১, ০১৬১৪৪৭৩৪৫৫, ০১৮১৫৪০৫৫৫৬।

ফোন করে নগদ একাউন্টে ভাতা প্রদানের কথা বলে এবং পাঠানো ওটিপি নম্বর নেয়। এরপর তাদের নগদ একাউন্ট শূন্য হয়ে যায়। এভাবে ১৩ জনের নিকট থেকে ২১ হাজার ৬০০ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্রটি।

দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা বলেন, তাদের ৬১ জন সদস্য সমাজসেবা কার্যালয় থেকে প্রতি মাসে ৬০০ টাকা করে ভাতা পান। প্রতি তিন মাস অন্তর ১ হাজার ৮০০ টাকা ভাতা দেওয়া হয়। এবার নগদ একাউন্টে ভাতার টাকা পাঠানোর পর এসএমএস না আসায় আমরা বুঝতে পারিনি। প্রতারক চক্র ফোন করে নগদে ভাতার টাকা পাঠানোর কথা বলে ওটিপি জানতে চায়। তিনি আরও বলেন আমাদেরই নাম্বারে টাকা আসলো আবার আমাদের কে কল দিয়ে ওটিপি কোড নিলো এটা কিভাবে সম্ভব?

তথ্য-প্রযুক্তি সম্পর্কে ধারণা কম থাকায় অনেক হিজড়া সদস্যই সেই ওটিপি দিয়ে দিয়েছে। ওটিপি বলার পর একাউন্টে থাকা টাকা উধাও হয়ে গেছে। এভাবে ১৩ জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অন্য সদস্যদের দ্রুত সতর্ক না করলে আরও অনেকেই প্রতারিত হতেন। এ ঘটনায় আমরা থানায় জিডি করেছি।

জানতে চাইলে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, জিডি হওয়ার পর থেকে তারা বিষয়টি তদন্ত শুরু করেছে। সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় তারা এটি তদন্ত করে দেখবেন বলেও জানান পুলিশের এই কমকর্তা।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০