রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাসের গন্ধ, আতঙ্কে মানুষজন - Pallibarta.com

মঙ্গলবার, ৬ জুন ২০২৩

রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাসের গন্ধ, আতঙ্কে মানুষজন

রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাসের গন্ধ, আতঙ্কে মানুষজন

রাজধানীর বিভিন্ন এলাকা ছড়িয়ে পড়েছে গ্যাসের গন্ধ। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নগরের বাসিন্দারা। সোমবার রাত ১০টার পর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যায়।

রাজধানীর ইস্কাটন, গ্রিনরোড, মহাখালী, আজিমপুর, ধানমন্ডি, মালিবাগ ও বাড্ডাসহ কিছু এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া গেছে। এসব এলাকার বাসিন্দাদেরকে সতর্ক থাকার জন্য মসজিদে মাইকিং করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ১০টার পর থেকে রাজধানীর খিলগাঁও রামপুরাসহ বলতে গেলে সারা রাজধানী থেকে আমাদের কাছে গ্যাস লিকেজের ফোন আসছে। এসব ফোন পাওয়ার পর আমাদের দুটি টিম রাজধানীর বিভিন্ন জায়গায় লিকেজের বিষয়টি দেখতে যায়। আমাদের টিম প্রাথমিকভাবে জানতে পারে গ্যাসের অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন জায়গায় লিকেজ হচ্ছে। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষের বরাতে নিজেদের ফেসবুক পেজে দেয়া এক বিজ্ঞপ্তিতে তিতাস জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০