রাজধানীতে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু - Pallibarta.com

বুধবার, ৭ জুন ২০২৩

রাজধানীতে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু

রাজধানীতে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু ।
রাজধানীর সায়েদাবাদ এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সায়েদাবাদের ১৪ কে এম দাস লেন এলাকায় দুই সন্তানসহ ভাড়া থাকেন শিশুটির গাড়িচালক বাবা। ছোট মেয়ের বয়স যখন ছয় মাস তখন মারা যান মা। সে থেকে বাবা কাজে থাকলে সন্তানদের দেখাশোনা করেন আত্মীয়রা। তাদের অভিযোগ মঙ্গলবার সন্ধ্যায় নির্যাতনের শিকার শিশুটি বাসার সামনে অপর এক শিশুর সঙ্গে খেলছিল। তখন শিশুটিকে ডেকে নিয়ে পাশের ভবনের পঞ্চম তলায় ধর্ষণ করা।

এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে ওয়ারী থানা পুলিশ।

পুলিশ জানায়, নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০